পাসপোর্ট ভেরিফিকেশন
সেবার সংক্ষিপ্ত বিবরণ:
বাংলাদেশ পুলিশের প্রধান উদ্দেশ্য হচ্ছে আইনের শাসন সমুন্নত রাখা, সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করা, জনগণের অংশিদারিত্বের (Community Partnership) ভিত্তিতে সামাজিক শান্তি রক্ষা, অপরাধ চিহ্নিতকরণ ও প্রতিরোধ, আইন লংঘনকারীকে বিচারের আওতায় আনা, শান্তি ও জনশৃঙ্খলা রক্ষা, জনগণকে সুরক্ষা, সাহায্য ও সেবা প্রদান এবং আশস্তকরণ। এরই ধারাবাহিকতায় জেলা পুলিশের আওতাধীন স্পেশাল ব্রাঞ্চ থেকে পুলিশ ভেরিফিকেশন করা হয়।
সেবার সুবিধা:
প্রক্রিয়া:
যে কেউ আবেদন করলে জেলা এসবি সদর দপ্তর থেকে বিনামূল্যে পুলিশ ভেরিফিকেশন করে দেয়া হয়।
সেবার ধরণ |
নাগরিক সেবা |
মন্ত্রণালয় |
স্বরাষ্ট্র মন্ত্রণালয় |
বিভাগ |
জননিরাপত্তা বিভাগ |
অধিদপ্তর |
পুলিশ হেডকোয়ার্টার্স, বাংলাদেশ |
যোগ্যতা |
যেকোনো নাগরিক |
প্রয়োজনীয় কাগজপত্র |
সংশ্লিষ্ট কাগজপত্র ও আবেদন ফরম |
প্রয়োজনীয় খরচ |
বিনামূল্যে |
সেবা প্রাপ্তির সময় |
১৫ দিন |
কাজ শুরু হবে |
জেলা এসবি অফিস |
আবেদনের সময় |
সারা বছর |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা |
সংশ্লিষ্ট কর্মকর্তা |
সেবা না পেলে কার কাছে যাবেন |
এস পি |