জিডি ও এফআইআর

 

:~অনলাইন জিডি:~

 

এখন খুব সহজে ঘরে বসে অনলাইনে জিডি করুন। অনলাইনে জিডি করতে এখানে ক্লিক করুন

 

 

সাধারণ ডায়েরী:

পিআরবি ৩৭৭ বিধি অনুযায়ী থানা এলাকার সকল ধর্তব্য ও অধর্তব্য অপরাধের সংবাদ, যাবতীয় ঘটনাবলী এবং থানার দৈনন্দিন কার্যকলাপ নির্ধারিত ফরমে (বিপি ফরম নং-৬৫) সাধারণ ডায়েরী আকারে লিপিবদ্ধ করা হয়।
 
 
প্রতিটি নাগরিকেরই রয়েছে সুস্থ, স্বাধীন ও নিরাপদ ভাবে জীবন যাপন করার অধিকার। তাই কোন নাগরিক যদি তার জান ও মালের প্রতি হুমকি স্বরূপ কিছু পেয়ে থাকেন তাহলে তিনি এই সেবাটি ব্যবহার করতে পারবেন। সাধারণ ডাইরি করার মাধ্যমে যে কোন নাগরিক তার জান ও মালের নিরাপত্তা অনেকটাই নিশ্চিত করতে সক্ষম হয়ে থাকেন। 

সেবার সুবিধা:

  • নাগরিক সেবা প্রদান নিশ্চিত হয়।
  • সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।
  • নাগরিকের জান-মালের রক্ষা নিশ্চিৎ করা।

প্রক্রিয়া:                

সাধারণ ডায়েরি করার জন্য আবেদনকারীকে থানায় গিয়ে ওসি বরাবর একটি আবেদন করতে হবে। এই আবেদনে তিনি কি ধরনের সমস্যায় পড়েছেন তার পূর্ণ বিবরণ লিখতে হবে।  এরপর সেই আবেদন বা অভিযোগ সম্পর্কে তদন্ত করা হবে। তদন্তের রিপোর্টের প্রেক্ষিতে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

যোগ্যতা

বাংলাদেশের নাগরিক

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদন পত্র

প্রয়োজনীয় খরচ

বিনামূল্যে সেবা প্রদান করা হয়ে থাকে

প্রয়োজনীয় সময়

১ ঘণ্টা থেকে সর্বোচ্চ ৭ দিন পর্যন্ত

কাজ শুরু হবে

থানা

আবেদনের সময়

সারা বছর

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা:

১। ডিউটি অফিসার

২। তদন্তকারী কর্মকর্তা

৩। ওসি

সেবা না পেলে কার কাছে যাবেন

সার্কেল এএসপি

 

প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) :

সিআরপিসি ১৮৯৮ এর ১৫৪ ধারা মতে কোন থানার অফিসার ইনচার্জের নিকট মৌখিক/লিখিত কোন আমলযোগ্য অপরাধের সংবাদ আসলে তিনি উক্ত সংবাদ নির্ধারিত ফরম (বিপি ফরম নং- ২৭) পূরণ করে অভিযোগকারীর স্বাক্ষর গ্রহণপূর্বক “প্রাথমিক তথ্য বিবরণী” লিপিবদ্ধ করবেন। 

ক্র:নং ফরমের নাম তারিখ ক্রিয়া
এজাহার দাখিল ফরম ০৩ জানুয়ারী, ২০২০
সাধারণ ডাইরী (জিডি) ফরম ০৩ জানুয়ারী, ২০২০