চাকুরীর ভেরিফিকেশন

সেবার সংক্ষিপ্ত বিবরণ:

বাংলাদেশ  পুলিশের প্রধান উদ্দেশ্য হচ্ছে আইনের শাসন সমুন্নত রাখা, সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করা, জনগণের অংশিদারিত্বের (Community Partnership) ভিত্তিতে সামাজিক শান্তি রক্ষা, অপরাধ চিহ্নিতকরণ ও প্রতিরোধ, আইন লংঘনকারীকে বিচারের আওতায় আনা, শান্তি ও জনশৃঙ্খলা রক্ষা, জনগণকে সুরক্ষা, সাহায্য ও সেবা প্রদান এবং আশস্তকরণ। এরই ধারাবাহিকতায় জেলা পুলিশের আওতাধীন স্পেশাল ব্রাঞ্চ থেকে পুলিশ ভেরিফিকেশন করা হয়।

সেবার সুবিধা:

  • পুলিশ ভেরিফিকেশন নিশ্চিত হয়
  • নাগরিক সেবা পায়

প্রক্রিয়া:

যে কেউ আবেদন করলে  জেলা এসবি সদর দপ্তর থেকে বিনামূল্যে পুলিশ ভেরিফিকেশন করে দেয়া হয়।

সেবার ধরণ

নাগরিক সেবা

মন্ত্রণালয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বিভাগ

জননিরাপত্তা বিভাগ

অধিদপ্তর

পুলিশ হেডকোয়ার্টার্স, বাংলাদেশ

যোগ্যতা

যেকোনো নাগরিক

প্রয়োজনীয় কাগজপত্র

সংশ্লিষ্ট কাগজপত্র ও আবেদন ফরম

প্রয়োজনীয় খরচ

বিনামূল্যে

সেবা প্রাপ্তির সময়

১৫ দিন

কাজ শুরু হবে

জেলা এসবি অফিস 

আবেদনের সময়

সারা বছর

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

সংশ্লিষ্ট কর্মকর্তা

সেবা না পেলে কার কাছে যাবেন

এস পি