ই-ট্রাফিক প্রসিকিউশন
শেরপুরে গত ৩রা অক্টোবর ২০১৮ সালে চালু হয় ট্রাফিক পুলিশের ই–ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেম। দুপুরে জেলা পুলিশের সাথে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও মোবাইল অপারেটর গ্রামীণফোনের ই–ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেম বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়।
শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের হেড অব সেলস এন্ড অপারেশন (ইউক্যাশ) হাসান মোহাম্মদ জাহিদ এবং গ্রামীণফোনের এন্টারপ্রাইজ চ্যানেলের প্রধান আশরাফ হোসাইন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, জেলা পুলিশের ট্রাফিক কেস এর টাকা ইউসিবির মোবাইল আর্থিক পরিষেবা ইউক্যাশের মাধ্যমে পরিশোধ করা যাবে।