অর্থ পরিবহনে সহায়তা

ইদানিং প্রায়শই ব্যাংক থেকে টাকা তুলে আনার পথে বা ব্যাংকে টাকা জমা দিতে যাবার সময় ছিনতাই এর ঘটনা ঘটে। কিন্তু আপনি একটু সচেতন হলে আপনি ও আপনার অর্থ নিরাপদ থাকতে পারে। এজন্য টাকা বহন করার সময় আপনি চাইলেই  পুলিশের সহায়তা নিতে পারেন।

জেলা পুলিশ শেরপুর এর  পক্ষ থেকে সহায়তা পাবেন যেভাবে


কোন ব্যক্তি,সংস্থা, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অর্থ স্থানান্তরের জন্য পুলিশের সহায়তা প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করবে। থানা অপারগ হলে পুলিশ এস্কর্ট প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে লিখিত আবেদনের মাধ্যমে পুলিশ সুপারের কার্যালয়ে গাড়ি পাঠালে মানি এস্কর্টে পুলিশি সহায়তা পাওয়া যাবে।

 

কন্ট্রোলরুমের নাম্বার সমূহ নিম্নরুপ
ফোন:  ০১৭৬৯৬৯৩৪৪০,০৯৩১৬১২০৪

 

টাকা উত্তোলন ও বহনের সময় যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন
১. বড় অংকের অর্থ একা বহন করবেন না। সাথে অতিরিক্ত একাধিক বিশ্বস্ত ব্যক্তিকে সাথে রাখুন। আপনার অর্থ বহন সংক্রান্তে কোন তথ্য আগেই অন্যকে জানানো থেকে বিরত থাকুন।

২. পায়ে হেঁটে কিংবা রিকশায় অর্থ বহনের পরিবর্তে মোটর সাইকেল কিংবা গাড়িতে অর্থ বহন করুন।

৩. নগদ অর্থ বহনের পূর্বে নিশ্চিত হন যেন আপনার দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের কেউ দুষ্কৃতিকারীদের না জানিয়ে দেয়।

৪. দৈনিক নগদ অর্থ বহনের প্রয়োজন হলে মাঝে মাঝে ভিন্ন পথ ব্যবহার করুন যেন দুষ্কৃতিকারীরা পূর্বেই ওত পেতে থাকার সুবিধা দিতে না পারে।

৫. অর্থ বহনের সময় ব্যাগ এমনভাবে ব্যবহার করুন যেন বাইরে থেকে বোঝা না যায়। এতে দুষ্কৃতিকারীরা প্রলুদ্ধ হওয়ার সুযোগ পাবে না।

৬. বড় নোট ব্যবহারে সচেষ্ট হন এবং সম্ভব হলে টাকার নম্বর লিখে রাখুন।

৭. সকল টাকা এক সাথে না রেখে বিভিন্ন জায়গায় যেমন, পকেটে, ব্যাগে, সঙ্গীয় ব্যক্তির নিকট রাখুন।

৮. গলি পথ কিংবা নির্জন পথ ব্যবহারের পরিবর্তে অপেক্ষাকৃত ব্যস্ত সড়ক ব্যবহার করুন।

৯. ট্রাফিক সিগন্যাল বা জ্যামে পড়লে অতিরিক্ত সর্তক থাকুন।

১০. সিসি ক্যামেরা আছে এমন ব্যাংকের সাথে লেনদেন করুন। ব্যাংক থেকে বের হওয়ার পর বুঝতে চেষ্টা করুন সন্দেহজনক কেউ আপনাকে অনুসরণ করছে কি-না।  প্রয়োজনে স্থানীয় পুলিশকে বিষয়টি অবগত করুন।

১১. বড় অংকের অর্থ পরিবহনের কাজটি রাতে না করে দিনের বেলায়  সম্পন্ন করার চেষ্টা করুন।

১২. এটিএম বুথে টাকা তুলতে গেলে বুথের  ভেতরে কেউ আছে কিনা নিশ্চিত হয়ে নিন। কেউ থাকলে তিনি বের হবার পর আপনি বুথে প্রবেশ করুন।

১৩. এটিএম বুথের অভ্যন্তরে থাকা কোন গোপন ক্যামেরায় আপনার আর্থিক লেনদেনে ব্যবহৃত গোপন নম্বরটি ধারণ করা হচ্ছে কিনা সে বিষয়ে সর্তক থাকুন।

১৪. এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার এর কাজটি চেকের মাধ্যমে সম্পন্ন করুন।

১৫. বড় অংকের টাকা পরিবহনে পুলিশ এসকর্ট ব্যবহার করুন ।