যানবাহন শাখা

 

 

 

ইউনিটের নামঃ এমটি শাখা পুলিশ লাইন্স,শেরপুর।

 

ইউনিটের কার্যতালিকাঃ

  • সরকারী গাড়ি রক্ষনাবেক্ষন
  • ড্রাইভারদের ডিউটি বন্টন
  • আইন শৃঙ্খলা/বিশেষ অভিযান/বিভিন্ন ধরনের জরুরী ডিউটিতে অফিসার ফোর্স যাতায়াতের জন্য সরকারী গাড়ি প্রেরণ
  • সরকারী গাড়ির জ্বালানী সরবরাহ
  • রিকুইজিশন গাড়ির জ্বালানী সরবরাহ।

 

ইউনিটের স্থাপনার সংখ্যা: ০৩ টি।

  •  অফিস কক্ষ
  •  এমটি গ্যারেজ
  •  স্টোর রোম

 

ইউনিটের জমির পরিমাণঃ ০৯.৯৮ একর জমিতে পুলিশ লাইন্সের অন্যান্য স্থাপনার সাথে মোটরযান শাখা অবস্থিত।

 

ইউনিটের ইতিহাসঃ ১৯৮৪ সালে শেরপুর জেলা গঠিত হবার পর শেরপুর জেলা পুলিশের অংশ হিসাবে পুলিশ লাইন্স এমটি শাখা উক্ত সময় হতে পরিচালিত হয়ে আসছে।

 

ইউনিটের কর্মকর্তা /কর্মচারীর মুঞ্জুরী সংখ্যা: ১১ জন (টিআই-০১জন,এএসআই(সঃ)-০২জন,কনস্টেবল-০৮ জন)।