পুলিশ হাসপাতাল




ইউনিটের নাম: পুলিশ হাসপাতাল, পুলিশ লাইন্স, শেরপুর।
ইউনিটের কার্যতালিকা:
- চিকিৎসকের ব্যবস্থাপত্র, চিকিৎসা বই এর মাধ্যমে চিকিৎসা সেবা ও নিয়মিত ঔষধ প্রদান করা ।
- সকল পুলিশ সদস্য ও পরিবারের সদস্যদের চিকিৎসা বই এর মাধ্যমে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করা।
- চিকিৎসা বই এর মাধ্যমে অবসরপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীগণ (পরিবারসহ) চিকিৎসা সেবা প্রদান করা।
- পুলিশ সদস্য/নন-পুলিশ সদস্য নিজে এবং তার আয়ের উপর নির্ভরশীল সদস্যবৃন্দ( স্বামী / স্ত্রী, ২১ বছরের নীচে অবিবাহিত সন্তানাদি,বাবা-মা) এদের চিকিৎসা সেবা প্রদান করা।
- প্যাথলজিকেল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পুলিশ সদস্য/নন-পুলিশ(পরিবারসহ) সেবা প্রদান করা।
- মূমুর্ষ ও চলাচলে অক্ষম এসব রোগীদের উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা।
- যে সকল ঔষধ হাসপাতালে সরবরাহ নেই সে সকল ঔষধ জরুরী ঔষধ সরবরাহ পদ্ধতির মাধ্যমে সরবরাহ করে সেবা প্রদান করা।
- প্রতি মাসে ঔষধ গ্রহণকারীর নামের তালিকা মাসিক প্রতিবেদনের মাধ্যমে প্রেরণ করা।
- সকল রেজিস্টার খাতা ( ক্রয়াদেশ, স্টক, বিতরণ) যথাযথ ভাবে ব্যবহার করা।
-
ইউনিটের স্থাপনার সংখ্যা ও নাম: ০১টি, পুলিশ হাসপাতাল।
ইউনিটের জমির পরিমাণঃ ভবনটি ৫৩২ বর্গমিটার।
ইউনিটের ইতিহাস (নামকরণ, স্থাপনের তারিখ: পুলিশ হাসপাতালটি ১৯৯০ খ্রিঃ স্থাপন করা হয়েছে।
ইউনিটের কর্মকর্তা/কর্মচারীগণের মঞ্জুরী সংখ্যাঃ
- মেডিকেল অফিসার ০১জন
- কম্পাউন্ডার ০১জন
- এসআই (নিঃ) ০১জন
- এএসআই (নিঃ) ০১জন
- কনস্টেবল ০১জন