পুলিশ রেশন স্টোর

 

 

ইউনিটের নামঃ পুলিশ রেশন স্টোর, শেরপুর ।

 

ইউনিটের কার্যতালিকা: স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে উন্নমানের রেশন সামগ্রী গ্রহন করিয়া তাহা জেলা পুলিশ শেরপুর সিআইডি, এনএসআই, হাইওয়ে, বেতার, সিভিল স্টাফ,বহিঃ জেলা, এলপিআর ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ মোট-৯৯৩ জনের মধ্যে উন্নত মানের রেশন সামগ্রী সঠিক ভাবে রেশন ম্যানেজমেন্ড সফটওয়ারের মাধ্যমে বিতরণ করা হইতেছে এবং রেশন বিতরণের হিসাব সঠিক ভাবে রক্ষনাবেক্ষক করা হইতেছে ।

 

ইউনিটের স্থাপনার সংখ্যা: পুলিশ লাইন শেরপুরের উত্তর পশ্চিম কোনে ০৯(নয়) কক্ষ বিশিষ্ট একটি একতলা ভবনে পুলিশ রেশন স্টোরের কার্যক্রম পরিচালিত হইতেছে । একটি অফিস কক্ষ, বাকী ০৮ টি কক্ষে রেশন সামগ্রী রাখা হইতেছে ।

 

ইউনিটের ইতিহাস(নামকরণ, স্থাপনের তারিখ ইত্যাদি): ১৯৮৪ সালে রেশন স্টোর প্রতিষ্ঠিত হয় ।

 

ইউনিটের ঐতিহ্য (যদি থাকে): শেরপুর জেলা গঠনের পর পরই পুলিশ রেশন স্টোর স্থাপন করেন ।

 

ইউনিটের কর্মকর্তা/ কর্মচারীগনের মঞ্জুরী সংখ্যা( পৃথক পদ অনুযায়ী):

  • এসআই নিরন্ত্র-০১ জন
  • এএসআই নিরস্ত্র-০১ জন
  • অফিস সহকারী -০১ জন
  • বিক্রয় সহকারী -০১ জন
  • ওজনদার-০১ সহ

মোট=০৫ জনের মঞ্জুরী সংখ্যা ।