জেলা ট্রাফিক অফিস, শেরপুর
ইউনিটের নাম: জেলা ট্রাফিক অফিস, শেরপুর।
প্রতিষ্ঠাকাল: ১ জুলাই ১৯৯২ ইং।
জমির পরিমাণ: ০.২০ একর (যার মধ্যে ০.০৭৫ একর জমি জনৈক নূরজাহান বেগম, স্বামী - আব্দুল হানিফ,গ্রাম: মীরগঞ্জ,থানা, জেলা: শেরপুর,পুলিশ বিভাগের নামে দান করেছেন এবং ০.১২৫ একর জমি অর্পিত সম্পত্তি যাহা জেলা প্রশাসক শেরপুর কর্তৃক পুলিশ বিভাগের নামে আবেদনের প্রেক্ষিতে বরাদ্দ দিয়েছেন ) স্থাপনা: উক্ত জমির উপর দুই-কক্ষ বিশিষ্ট একটি এক তলা ভবন যাহার একটি কক্ষ ব্যারাক ও অন্যটি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে।
জোন:
জনবল: শেরপুর জেলা ট্রাফিক কার্যালয়ে ০৩ জন ট্রাফিক ইন্সপেক্টর, ০৪ জন সার্জেন্ট, ০২ জন টি .এস. আই, ০৫ জন এ.টি.এস.আই , ১৩ জন ট্রাফিক কন্সটেবল এর মজ্ঞুরীপদ আছে ।
শহরের আয়তন , যানবাহনের সংখ্যা বৃদ্ধি ও ১২টি ট্রাফিক পোষ্ট বিদ্যমান থাকায় ১৩ জন কন্সটেবল দ্বারা যথাযথ ভাবে দায়িত্ব পালন করা যায় না বিদায় ০৫ জন এ.টি.এস.আই, ১১জন কন্সটেবল অতিরিক্ত নিয়োজিত আছেন ।
সেবাসমূহ:
কার্যক্রম সমূহ: