কোর্ট পুলিশ

 

 

থানা/ইউনিটের নাম: শেরপুর সদর কোর্ট

 

থানা/ইউনিটের কার্যতালিকা (বিস্তারিত)- কোর্ট ইন্সপেক্টর নিম্ন বর্ণিত সকল কাজের তদারকি ও পরিচালনা করেন: 

 

(ক) সিএসআই গণদের কার্যতালিকা:

  • শেরপুর জেলার সকল থানায় রুজুকৃত মামলা সমূহের জামিন বিষয়ে আপত্তি, ব্যাখ্যাদান ও জামিন সংক্রান্ত বিষয়াবলী। 
  • মালখানা রেজিষ্টার।
  • ক্যাশ এ্যাকাউন্ট রেজিষ্টার।
  • আগ্নেয়াস্ত্র রেজিষ্টার।
  • খতিয়ান রেজিষ্টার।
  • এস.আর মামালার পি.আর ও এস.আর রেজিষ্টার।
  • মোশন রেজিষ্টার। 
  • বিচারাধীন মামলার স্বাক্ষী হাজিরা তদারকী ও দৈনিক স্বাক্ষীর হাজিরা প্রতিবেদন প্রেরণ।
  • বেইল বন্ড রেজিস্টার।
  • ওডিসি রেজিষ্টার।
  • অসনাক্ত রেজিষ্টার।
  • সাজা রেজিষ্টার।
  • পি.আর স্লিপ রেজিষ্টার ।
  • ইনডেক্স রেজিষ্টার।
  • গুরুত্বপূর্ণ মামলার ব্রীফ তৈরী।
  • বাৎসরিক প্রশাসনিক প্রতিবেদন তৈরী।
  • জেল প্যারেড রেজিষ্টার।
  • ডিউটি বন্টন রেজিস্টার।
  • হাজতখানা তদারকি।

(খ) জিআরওদের কার্যতালিকা

  • জি.আর রেজিষ্টার।
  • নন. জি.আর রেজিষ্টার।
  • প্রসেস রেজিষ্টার।
  • এফ.এম রেজিষ্টার।
  • অপমৃত্যু মামলা রেজিষ্টার।
  • কাঃ বিঃ ৫৪ ধারা রেজিষ্টার।
  • কোর্ট ফি রেজিষ্টার।
  • সেশন রেজিষ্টার।
  • দৈনিক কার্য রেজিষ্টার।
  • মাসিক ও অন্যান্য বিবিধ বিবরণী।
  • ফৌঃ কাঃ বিঃ ১০৭/১১৭ নন জিআর রেজিষ্টার।

 

থানা/ইউনিটের কর্মকর্তা /কর্মচারীগণের মুঞ্জুরী সংখ্যা(পৃথক পৃথক পদ অনুযায়ী)-

 

পদবী

মুঞ্জুরীকৃত পদের সংখ্যা

পুলিশ পরিদর্শক

০১ জন

এসআই (নিঃ)

০৭ জন

এএসআই (নিঃ)

০৫ জন

এটিএসআই

০৫ জন

কনষ্টেবল 
(সিডিএমএস কম্পিউটার অপারেটর)

০২ জন

কনষ্টেবল    

৩৪ জন