শেরপুর জেলা পুলিশ কর্তৃক আয়োজিত "জয় বাংলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩" এর লগো উন্মোচন ও প্রেস ব্রিফিং

  • ০৩:২৯ অপরাহ্ণ, ০৫ এপ্রিল, ২০২৩
  • Ashraf

পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে জেলা পুলিশ শেরপুরের আয়োজনে "জয় বাংলা" টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এর লগো উন্মোচন ও সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

শেরপুর জেলায় আগামী ১৫ ই মার্চ হতে অনুষ্ঠিত হতে যাওয়া "জয় বাংলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩" এর লগো উন্মোচন করেন জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর মহোদয়।

পুলিশ সুপার মহোদয় বলেন, মহান স্বাধীনতার মাস এই অগ্নিঝরা মার্চ। বাঙালির স্বাধীনতা ঘোষণার মাস। আনুষ্ঠানিক সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরুর মাস। পরাধীনতার শৃঙ্খল ভেঙে অধিকার অর্জনের অগ্নিঝরা মাস এই মার্চ। এই মার্চ মাসকে ঘিরে রয়েছে বাঙালির অনেক দুঃসাহসিক ইতিহাস। এই মার্চকে ঘিরে আমাদের এই আয়োজন।  এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মানিক দত্ত, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, শেরপুর; মোঃ শরিফুর রহমান, সভাপতি, শেরপুর প্রেসক্লাব; মোঃ মেরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক, শেরপুর প্রেসক্লাব ; পাঁচ উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।  

উল্লেখ্য জেলা পুলিশ শেরপুরের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আগামী ১৫ ই মার্চ হতে অনুষ্ঠিতব্য এই ক্রিকেট টুর্ণামেন্টে মোট ৮ দল অংশগ্রহণ করবেন। শেরপুর জেলা পুলিশ একাদশ, শেরপুর পৌরসভা একাদশ, শেরপুর সদর উপজেলা একাদশ, নকলা উপজেলা একাদশ, নালিতাবাড়ী পৌরসভা একাদশ, নালিতাবাড়ী উপজেলা একাদশ,  শ্রীবরদী উপজেলা একাদশ,  ঝিনাইগাতী উপজেলা একাদশ।