নালিতাবাড়ী সার্কেল অফিস
ইউনিটের নাম: নালিতাবাড়ী সার্কেল অফিস, শেরপুর।
ফেসবুক আইডি: https://www.facebook.com/aspnalitabari.circal.7
ইউনিটের কার্যতালিকা:
(ক) সার্কেলাধীন থানা সমূহের যাবতীয় কার্যক্রম তদারকি করা হয়।
(খ) সার্কেলাধীন থানা সমূহে রুজুকৃত সকল মামলার তদন্ত তদারকি করা হয়।
(গ) মামলার প্রকৃত অপরাধীরা যাতে আইনের আওতায় আসে এবং অহেতুক নিরীহ কেউ যাতে হয়রানি না হয় সে বিষয়টি নিশ্চিত করা হয়।
(ঘ) বিভিন্ন বিকল্প বিরোধ নিষ্পত্তি করা হয়।
(ঙ) জনসচেতনতা তৈরীতে মসজিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা করা হয়।
(চ) কমিউনিটি পুলিশিং সভার মাধ্যমে অপরাধ দমন, আইন শৃঙ্খলা, মাদক, যৌতুক, জঙ্গীবাদ সহিংসতা, ইভটিজিং, বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক অবক্ষয় রোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
(ছ) পরিবহন সেক্টরে শৃঙ্খলা, যানজট নিরসন সহ নিরাপদে যানবাহন পরিচালনাকল্পে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় ও সচেতনতা সভা করা হয়। (জ) সার্কেল অফিসারের নেতৃত্বে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, বিভিন্ন আসামী গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়।
(ঝ) থানার কোন ভুক্ত ভোগী আইনের সহায়তা বা মামলা না নিলে তাহার বক্তব্য শুনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা।
(ঞ) নালিতাবাড়ী/শ্রীবরদী/ঝিনাইগাতী থানায় কর্মরত কোন অফিসার ফোর্স বাদী ও বিবাদী অথবা সেবা প্রত্যাশীদের সাথে খারাপ আচরন করিলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা।
ইউনিটের সেবা সমূহ:
(ক) নালিতাবাড়ী সার্কেল অফিসে আগত সেবা প্রত্যাশীদের সাথে নম্র ও ভদ্র্র ব্যাবহারের মাধ্যমে তাদের কাঙ্খিত আইনী সেবা প্রদান করা হয়।
(খ) বিভিন্ন লিখিত অভিযোগের প্রেক্ষিতে উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশনা মতে দুই পক্ষের মাঝে শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
(গ) বিভিন্ন মামলায় যাতে প্রকৃত অপরাধী গ্রেফতার হয় এবং বাদী সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার পায় সে বিষয়টি নিশ্চিত করা হয়।
স্থাপনার সংখ্যা ও নাম: ০১ টি। (ক) নালিতাবাড়ী সার্কেল অফিস কাম বাসভবন (ভাড়ায়), শেরপুর।
ইউনিটের ইতিহাস: ২০১৭ সালে শেরপুর জেলার পাঁচটি থানাকে দুই ভাগে ভাগ করে শেরপুর সদর ও নকলা থানা নিয়ে শেরপুর সদর সার্কেল এবং শ্রীবর্দী, নালিতাবাড়ী ও ঝিনাইগাতী থানা নিয়ে নালিতাবাড়ী সার্কেল গঠিত হয়। গত ০৮/০১/২০১৭ খ্রিঃ হতে নালিতাবাড়ী,শ্রীবরদী ও ঝিনাইগাতী থানা নিয়ে বর্তমানে নালিতাবাড়ী সার্কেল এর কার্যক্রম চলমান আছে।
ইউনিটের ঐতিহ্য: ২০১৭ সালে শেরপুর জেলার পাঁচটি থানাকে দুই ভাগে ভাগ করে শেরপুর সদর ও নকলা থানা নিয়ে শেরপুর সদর সার্কেল এবং শ্রীবর্দী, নালিতাবাড়ী ও ঝিনাইগাতী থানা নিয়ে নালিতাবাড়ী সার্কেল গঠিত হয়। গত ০৮/০১/২০১৭ খ্রিঃ হতে নালিতাবাড়ী,শ্রীবরদী ও ঝিনাইগাতী থানা নিয়ে বর্তমানে নালিতাবাড়ী সার্কেল এর কার্যক্রম চলমান আছে। উক্ত সময় পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ০৩ জন সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেলের সার্কেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সূত্রে জেলার ইতিহাসের সাথে শেরপুর জেলা পুলিশের অংশ হিসেবে অত্র নালিতাবাড়ী সার্কেলও একটি নব সৃষ্ট ঐতিহ্যবাহী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে গণ্য হতে পারে।
ইউনিটের কর্মকর্তা/কর্মচারীদের মঞ্জুরী সংখ্যা: বর্তমানে নালিতাবাড়ী সার্কেল, শেরপুরে ০১ জন সিনিয়র সহকারী পুলিশ সুপার, ০১ জন ইন্সপেক্টর (নিরস্ত্র), ০১ জন এসআই(নিঃ), ০১ জন এএসআই(নিঃ), ০৩ জন কনস্টবল, ০১ জন সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও ০১ জন পরিচ্ছন্নতা কর্মীর পদ মঞ্জুরী আছে।