বিট পরিচিতিঃ বিট নং ৬ ( ৬ নং শ্রীবরদী  ইউনিয়ন)


পুরান শ্রীবরদী, কুকড়ারপাড়, নয়ানী শ্রীবরদী, কুড়িপাড়া মন্ডলপাড়া, কুড়িপাড়া, বাঘবেড়, মানজালিয়া, বালুঘাট, নবীনগর, ইজারাপাড়া, নিজ মামদামারী, দহেরপাড়, বাকসাবাইদ, আবুয়ারপাড়া, মামদামারী, নয়াপাড়া, দিয়ারচর, টাঙ্গরপাড়া।  

আয়তন: ১৪৫৮ (এক কাজার চারশত আটান্ন) বর্গ কিঃ মি। 
লোক সংখ্যা: ৬৫৮৯০ (পঁয়ষট্টি আটশত নব্বই) তন্মধ্যে পুরুষ- ৩০,৮৮৫ জন, নারী- ৩৫,০০৫ জন। 
 ভোটার সংখ্যা : ১৬,৫৬০ জন (ষোল হাজার পাঁচশত ষাট)। 


 ভৌগলিক অবস্থান: উত্তরে- তাতীহাটি, দক্ষিণে- ভেলুয়া, পূর্বে- গোশাইপুর, পশ্চিমে- তাতীহাটি 

 ইউনিয়নের অংশ বিশেষ ও বকশিগঞ্জ থানা।  

 

বিট অফিসারের নামঃমোঃ রুকন উদ্দিন 

বিট অফিসারের ছবিঃ

বিট অফিসারের মোবাইল নাম্বারঃ ০১৩২০১০৬২৫৮