বিট পরিচিতিঃ বিট নং ৫ ( ৫ নং গোশাইপুর ইউনিয়ন)
১। গিলাগাছা ২। উত্তর মাটিয়াকুড়া ৩। গড়গড়িয়া ৪। দক্ষিন মাটিয়াকুড়া ৫। ভারেরা ৬। বাদে ঘোনাপাড়া ৭। জঙ্গলখিলা ৮। ধাতুয়া ৯। বালিয়াচন্ডি ১০। দহেরপাড় ১১। গোশাইপুর ১২। ছেউরিয়া ১৩। রহমতপুর ১৪। শংকরঘোষ
আয়তন: ৭.৭০ (সাত দশমিক সত্তর) বর্গ কিঃ মিঃ
লোক সংখ্যা:৩৩,১৬০ (তেত্রিশ হাজার একশত ষাট, তন্মধ্যে পুরুষ-১৭১২৮ জন এবং মহিলা-১৬,০৩২ জন)।
ভোটার সংখ্যা: ১৭,৯০০ (সতের হাজার নয়শত)।
ভৌগলিক অবস্থান: পশ্চিমে-শ্রীবরদী পৌরসভা, উত্তরে-ঝিনাইগাতী থানা, পূর্বে-ঝিনাইগাতী থানা, দক্ষিন-পূর্ব কোনে-গড়জরিপা ইউনিয়ন, দক্ষিনে-কুড়িকাহনিয়া ইউনিয়ন অবস্থিত (ভারেরা কংশা খাল, বয়সা বিল, ছেউরিয়া, গোশাইপুর এর মাঝখানে গোয়ালডাঙ্গা বিল, গিলাগাছা আমলা বিল, শংকরঘোষ/রহমতপুর কলতাই বিল ও শংকরঘোষের উত্তরে মাঝলিখাল)।
বিট অফিসারের নামঃএসআই (নিঃ)/ মোঃ মিঠু মিয়া
বিট অফিসারের ছবিঃ
বিট অফিসারের মোবাইল নাম্বারঃ ০১৩২০১০৬২৫৭