শ্রীবরদী থানা, শেরপুর

 

 

:~থানার কার্যতালিকা~:

 

ক। অত্র শ্রীবরদী থানায় প্রাপ্ত অভিযোগ অনুসন্ধানপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়

খ। থানায় হারানো সংক্রান্ত বিষয় গুলি সাধারন ডায়েরী ভূক্ত করিয়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়

গ। থানায় গ্রেফতারকৃত আসামীদের থানা হাজতে রাখা হয় এবং বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়

ঘ। থানায় আগত নারী ও শিশুদের আলাদা-আলাদা ডেক্স রহিয়াছে

ঙ। সার্ভিস ডেলিভারী অফিসারের মাধ্যমে সকল প্রকার সমস্যার সমাধান করা হয়

চ। থানা এলাকায় কোথাও কোন খুন, অপমৃত্যু সড়ক দূর্ঘটনা ও মারামারীর সংবাদ পাওয়া গেলে তাৎক্ষনিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়।

 

:~থানা ইউনিটের স্থাপনার সংখ্যা ও নাম~:

 

অত্র থানা চত্বরে থানার মূল ভবন রহিয়াছে, ও,সির বাস ভবন ০১টি, ০২ ইউনিট বিশিষ্ট এসআই কোয়ার্টার ০১ টি, ০২ ইউনিট বিশিষ্ট এএসআই কোয়ার্টার ০১ টি এবং একটি হাফ বিল্ডিং থানা মসজিদ রহিয়াছে।থানার জমির পরিমান-১.৭৬ একর।

 

:~থানার ইতিহাস (নামকরণ, স্থাপনের তারিখ ও ইত্যাদি)~:

 

অত্র শ্রীবরদী থানার প্রাচীন নাম শম্ভুগঞ্জ হিসাবে পরিচিত ছিল। পরবর্তীতে থানার শ্রী বৃদ্ধির জন্য এর নামকররন করা হইয়াছে শ্রীবরদী থানা। অত্র শ্রীবরদী থানাটি ১৮২০ সালে প্রতিষ্টিত হয়।

 

:~থানার ঐতিহ্য~:

 

অত্র থানা এলাকায় ১০নং গড়জরিপা ইউনিয়নে ঐতিহ্যবাহী বার দুয়ারী মসজিদ রহিয়াছে। উক্ত মসজিদটি বিভিন্ন জায়গা হইতে দর্শনার্থীরা আসিয়া দর্শন করেন।

 

:~থানার কর্মকর্তা/কর্মচারীগনের মঞ্জুরী সংখ্যা (পৃথক পৃথক পদ অনুযায়ী)~:

 

পুলিশ পরিদর্শক, অনুমোদিত জনবল-০২ জন, বর্তমানে কর্মরত জনবল-০২ জন। এসআই, অনুমোদিত জনবল-১০ জন, বর্তমানে কর্মরত-০৭ জন। এএসআই, অনুমোদিত-০৮ জন, বর্তমানে কর্মরত-০৭ জন, কনস্টেবল, অনুমোদিত জনবল-৩৮ জন, বর্তমানে কর্মরত-২৬ জন।