নকলা থানা, শেরপুর

 

 

~থানা/ইউনিটের কার্যতালিকা~

 

১. বাংলাদেশ পুলিশ জনগণের সেবাকারী একটি প্রতিষ্ঠান।

২. থানায় আগত সাহায্য প্রার্থীদের আগে আসার ব্যক্তিকে আগে সেবাপ্রদান করা হয়।

৩. থানায় জিডি করতে আসা ব্যক্তিদের আবেদনকৃত বিষয়ে ডিউটি অফিসারে মাধ্যমে সর্বান্তক সহযোগিতা করা হয় এবং জিডি সংক্রান্ত বিষয়ে ব্যবস্থা গ্রহন করে আবেদনকারীকে অবহিত করা হয়।

৪. থানায় মামলা করিতে আসা ব্যক্তিদের মামলা রুজু করিয়া তদন্তকারী অফিসারের মাধ্যমে মামলা তদন্তপূর্বক বাদীকে মামলার ফলাফল লিখিতভাবে জানিয়ে দেয় হয়।

৫. আহত ভিকটিমকে থানা হতে সার্বিক সহযোগিতা প্রদান এবং থানা মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করা হয়।

৬. মহিলা আসামী/ ভিকটিমকে যথাসম্ভব মহিলা পুলিশের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। আহত ও মানসিকভাবে বিপর্যস্ত ভিকটিমকে সহযোগিতা করা হয়।

৭. পাসপোর্ট/ ভেরিফিকেশন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইত্যাদি বিষয়ে সকল আবেদন প্রাপ্তীর ০৩ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে থানা হতে সংশ্লিষ্ট ইউনিটে প্রতিবেদন প্রেরণ করা হয়।

৮. টেলিফোনে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়।

৯. বিদেশে চাকুরী/উচ্চ শিক্ষার জন্য গমনেচ্ছু প্রার্থীদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করা হয়।

১০. ব্যাংক হইতে কোন প্রতিষ্ঠান অধিক পরিমান টাকা উত্তোলন করিলে টাকা নিরাপদে নেওয়ার জন্য চাহিদা অনুযায়ী পুলিশ পাহাড়া ব্যবস্থা করা হয়।

১১. জনগনের নিরাপত্তার স্বার্থে থানা এলাকায় দিবাকালীন ও রাত্রিকালীন বিভিন্ন ডিউটি করে থাকা হয়।

১২. বিভিন্ন নিয়মিত মামলার আসামী এবং গ্রেফতারী পরোয়ানার আসামীদের প্রয়োজনীয় স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।

১৩. জঙ্গিবাদ, সন্ত্রাস সম্পর্কে আলোচনার মাধ্যমে সবাইকে সচেতন করা হয়

১৪. যৌতুকের ভয়াবহ পরিনাম সম্পর্কে আলোচনা করে এসব বন্ধের জন্য স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে বিভিন্ন সেমিনার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচী নেওয়া হচ্ছে।

১৫. থানা এলাকায় প্রাথমিক ও মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের গরীব মেধাবী ছাত্র ছাত্রীদের পড়াশোনা করার জন্য আর্থিক সাহায্য করে অন্যান্য ছাত্র-ছাত্রীদের উদ্ভুত করছে।

১৬. বাল্য বিবাহ প্রতিরোধ এবং স্কুল গামী মেয়েদেরকে ইভটিজিং বা উত্যক্ত করিতে না পারে সে বিষয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হচ্ছে।

 

থানা/ ইউনিটের স্থাপনার সংখ্যা ও নাম: ০২টি, ১। থানা ভবন ০২। রান্না ঘর। থানা/ ইউনিটের জমির পরিমান= ০১ একর ৭৪ শতাংশ ।

থানা/ ইউনিটের ইতিহাস (নামকরণ, স্থাপনের তারিখ ইত্যাদি): স্থাপনের তারিখ-১০/১২/১৯৩১ খ্রিঃ

থানা/ ইউনিটের কর্মকর্তা/ কর্মচারীগনের মঞ্জুরী সংখ্যা (পৃথক পৃথক পদ অনুয়ায়ী): পুলিশ পরিদর্শক (পুরুষ) ০২ জন, এসআই (পুরুষ) ১০ জন, এএসআই (পুরুষ) ০৮ জন, কনস্টেবল (পুরুষ) ৩৮ জন।