ঝিনাইগাতী থানা, শেরপুর

 

 

 

¶~থানার কার্যতালিকা~¶

 

ক। অত্র শ্রীবরদী থানায় প্রাপ্ত অভিযোগ অনুসন্ধানপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়

খ। থানায় হারানো সংক্রান্ত বিষয় গুলি সাধারন ডায়েরী ভূক্ত করিয়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়

গ। থানায় গ্রেফতারকৃত আসামীদের থানা হাজতে রাখা হয় এবং বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়

ঘ। থানায় আগত নারী ও শিশুদের আলাদা-আলাদা ডেক্স রহিয়াছে

ঙ। সার্ভিস ডেলিভারী অফিসারের মাধ্যমে সকল প্রকার সমস্যার সমাধান করা হয়

চ। থানা এলাকায় কোথাও কোন খুন, অপমৃত্যু সড়ক দূর্ঘটনা ও মারামারীর সংবাদ পাওয়া গেলে তাৎক্ষনিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়।

 

¶~থানা ইউনিটের স্থাপনার সংখ্যা ও নাম~¶

 

মূল ভবন, পুরাতন ভবন, অফিসার ইনচার্জ এর কোয়ার্টার, এস আই কোয়ার্টার, এ এস আই কোয়ার্টার।থানা ইউনিটের জমির পরিমান-০৪ একর।

 

¶~থানা ইউনিটের ইতিহাস(নামকরণ, স্থাপনের তারিখ ইত্যাদি)~¶

 

স্থাপিত (পুরাতন ভবন) ইং ৩১/০৫/১৯৭৬ তারিখ, (নতুন ভবন) ইং ২৩/০৪/২০১৭ তারিখ।

 

¶~থানা ইউনিটের কর্মকর্তা/কর্মচারীগণের মুঞ্জুরীর সংখ্যা~¶

 

কং-৩৬ জন, এ এস আই-০৪জন, এস আই-০৬ জন, পুলিশ পরিদর্শক-০২ জন।