মিছিল, সভা, সমাবেশের অনুমতি প্রদান সেবা

সেবার সংক্ষিপ্ত বিবরণ:

নাগরিক তার স্বাধীন মতপ্রকাশের জন্য সভা সমাবেশ মিটিং মিছিল করতে পারেন। কিন্তু, মিটিং মিছিলের কারণে যেন কোন দাঙ্গা-হাঙ্গামার সৃষ্টি না হয়। যেনো অন্য কোন নাগরিকের স্বাভাবিক জীবন যাপনের ব্যাঘাত সৃষ্টি না হয় সেই জন্য অনুমতির প্রয়োজন। এছাড়া সভা সমাবেশের নিরাপত্তার জন্য পুলিশের সাহায্য নেয়া উচিত। এই সেবাটি ব্যবহার করে নিরাপদভাবে সভা সমাবেশ মিটিং মিছিল করা যায়।

সেবার সুবিধা:

প্রক্রিয়া:                      

আবেদনকারীকে মিছিল, মিটিং, সভা, সমাবেশ, মাইক ব্যবহার ইত্যাদির অনুমতির জন্য পুলিশ সুপারের (এসপি) বরাবর আবেদন করতে হয়। আবেদন করার পর একটি তদন্ত করা হয়। সেই তদন্তের প্রতিবেদন এবং অন্যান্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়াদি বিবেচনা করে অনুমতি প্রদান করা হয়। পরবর্তীতে আবেদনকারীকে অনুমতির তথ্য জানিয়ে দেয়া হয়।

যোগ্যতা বাংলাদেশের নাগরিক
প্রয়োজনীয় কাগজপত্র আবেদন পত্র
প্রয়োজনীয় খরচ বিনামূল্যে সেবা প্রদান করা হয়ে থাকে
প্রয়োজনীয় সময় ২ থেকে ৪ দিন।
কাজ শুরু হবে থানা
আবেদনের সময়

১। ডিউটি অফিসার

২। ওসি

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা:  
সেবা না পেলে কার কাছে যাবেন সাকের্ল এএসপি