বৈধ আগ্নেয়াস্ত্র জমা রাখা

সেবার সংক্ষিপ্ত বিবরণ:

অনেকেই আছেন যারা নিরাপত্তার জন্য বৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে থাকেন। কিন্তু কখনো কখনো এসকল আগ্নেয়াস্ত্র মালিকদের ব্যাক্তিগত কারণে অথবা সরকারী নির্দেশে থানায় জমা রাখার প্রয়োজন হতে পারে। এই সেবাটির মাধ্যমে বৈধ আগ্নেয়াস্ত্রের মালিকগণ থানায় তাদের অস্ত্র জমা রাখার সুবিধা পেয়ে থাকেন।

সেবার সুবিধা:

প্রক্রিয়া:

সরকারি নির্দেশে বা ব্যাক্তিগতভাবে আগ্নেয়াস্ত্রের মালিককে তার অস্ত্রটি থানায় জমা দিতে হতে পারে। এজন্য আবেদনকারীকে থানায় ডিউটি অফিসারের কাছে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। এরপর ডিউটি অফিসার আবেরদনকারীকে জিডি নিং এবং অস্ত্র জমা রাখার জন্য একটি জমার রসিদ প্রদান করবেন। পরবর্তীতে আবেদনকারীকে অস্ত্র ফেরৎ নেয়ার জন্য সেই জমার রসিদসহ পুনরায় আবেদন করতে হবে।

 

যোগ্যতা

সেবা গ্রহণকারির  আগ্নেয়াস্ত্র বৈধ হতে হবে

প্রয়োজনীয় কাগজপত্র

আগ্নেয়াস্ত্রের বৈধ লাইসেন্স

প্রয়োজনীয় খরচ

বিনামূল্যে সেবা প্রদান করা হয়ে থাকে

প্রয়োজনীয় সময়

৩০ থেকে ৬০ মিনিট

কাজ শুরু হবে

থানা

আবেদনের সময়

সারা বছর

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা:

১। ডিউটি অফিসার

২। ওসি

সেবা না পেলে কার কাছে যাবেন

সাকের্ল এএসপি