সেবার সংক্ষিপ্ত বিবরণ:
দেশের কোন নাগরিক যদি ইভ টিজিং, মোবাইল ফোনে উত্যক্তকরণ বা হুমকির সম্মুখীন হয়ে থাকেন তবে এই সেবাটির মাধ্যমে উক্ত অপরাধীকে আইনের আওতায় আনা হয়ে থাকে। সেবাটির মাধ্যমে একজন নাগরিক খুব সহজেই বিপদের হাত থেকে রক্ষা পান।
সেবার সুবিধা:
প্রক্রিয়া:
ইভ টিজিং, মোবাইল ফোনে উত্যক্তকরণ, বা হুমকি প্রদান ইত্যাদি ঘটনার প্রেক্ষিতে অফিসার ইন চার্জ বরাবর বিস্তারিত বর্ণনা দিয়ে আবেদন করতে হয়। ডিউটি অফিসার আবদনের প্রেক্ষিতে সাধারণ ডায়েরি করেন এবং ওসি’র নিকট বিষয়টি উত্থাপন করেন এবং আবেদনকারিকে একটি জিডি নম্বর প্রদান করবেন। ওসি তাৎক্ষণিক ঘটনাস্থলে যাওয়ার জন্য অফিসারকে নির্দেশ দেন। মোবাইল ফোনে উত্যক্ত করার বিষয়টি উদ্ঘাটনের জন্য প্রয়োজনে টেকনোলজি ব্যবহারসহ মোবাইল অপারেটরের সহায়তা গ্রহণ করা হয়। এভাবে অপরাধীদের আইনের আওতায় আনা হয়।
যোগ্যতা |
বাংলাদেশের নাগরিক |
প্রয়োজনীয় কাগজপত্র |
আবেদন পত্র |
প্রয়োজনীয় খরচ |
বিনামূল্যে সেবা প্রদান করা হয়ে থাকে |
প্রয়োজনীয় সময় |
১ ঘন্টা থেকে সর্বোচ্চ ২/৩ দিন |
কাজ শুরু হবে |
থানা |
আবেদনের সময় |
সারা বছর |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা: |
ওসি,এসআই/এএসআই |
সেবা না পেলে কার কাছে যাবেন |
সাকের্ল এ এস পি |