অবৈধ স্থাপনা উচ্ছেদ, টেন্ডার ড্রপ, পরীক্ষা অনুষ্ঠান প্রভৃতি ক্ষেত্রে (অতিরিক্ত) পুলিশ নিয়োগের চাহিদা পূরণ

 

 

 

সেবার নাম: অবৈধ স্থাপনা উচ্ছেদ, টেন্ডার ড্রপ, পরীক্ষা অনুষ্ঠান প্রভৃতি ক্ষেত্রে (অতিরিক্ত) পুলিশ নিয়োগের চাহিদা পূরণ

 

 

 

 

সেবা প্রোফাইল

 

সেবা প্রদানকারী অফিসের নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী

সেবাপ্রাপ্তির স্থান

প্রয়োজনীয় সময়

থানা,এসপি অফিস।

ওসি, এসপি

থানা

২-৩ দিন

 

সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ

টেন্ডার ড্রপ, পরীক্ষানুষ্ঠান প্রভৃতি ক্ষেত্রে (অতিরিক্ত পুলিশ নিয়োগের লক্ষ্যে পুলিশ সুপারের নিকট আবেদন করতে হয়। পুলিশ সুপার অফিসার ইনচার্জের মাধ্যমে তথ্য সংগ্রহ করে অথবা যাচাই করে প্রয়োজনীয় পুলিশ ফোর্স নিয়োগের ব্যবস্থা গ্রহণ করেন।

সেবাপ্রাপ্তির শর্তাবলি।

 

অফিসার ইনচার্জ অথবা পুলিশ সুপার বরাবর আবেদন করতে হবে।

প্রয়োজনীয়  কাগজপত্র

 

আবেদনপত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র

প্রয়োজনীয় ফিট্যান্স আনুষঙ্গিক খরচ।

বিনামূল্যে

সংশ্লিষ্ট আইন /বিধি নীতিমালা

১. পুলিশ আইন, ১৯৬১-৩৫ ধারা

২, পিআরবি, ১৯৪৩- ৩৭৭ বিধি

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা।

সার্কেল এএসপি, ডিআইজি

সেবা প্রদানপ্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ

ক) নাগরিক পর্যায় |

সচেতনতার অভাব।

ক) নাগরিক পর্যায় |

জনবল ও গাড়ীর অভাব।